শনিবার, ১৩ জুন, ২০১৫

বাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকা

পলিটেকনিক ইনস্টিটিউট (ইংরেজী: Polytechnic Institute) একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তব ও কর্মমুখী শিক্ষার প্রয়োগ ঘটে। এটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে পরিচালিত হয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত শিক্ষাক্রমগুলো হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংডিপ্লোমা ইন এগ্রিকালচারডিপ্লোমা ইন ফরেস্ট্রিডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি, ডিপ্লোমা ইন হেল্থ টেকনোলজি, এইচএসসি(ব্যবসায় ব্যবস্থাপনা), এইচএসসি(ভোকেশনাল) ও এসএসসি(ভোকেশনাল)। বোর্ড এর অধীনে চার(৪) বছর মেয়াদী শিক্ষাক্রম পরিচালিত হয়। চার বছর মেয়াদী শিক্ষাক্রম আটটি(৮) পর্বে বিভক্ত যাদের সেমিষ্টার বলা হয়। এক একটি সেমিষ্টারের কার্য দিবস ১৬-১৮ সপ্তাহ। সে হিসেবে প্রতি বর্ষের কার্য দিবস ৩২-৩৬ সপ্তাহ। নির্ধারিত কার্য দিবস শেষ হওয়ার পর পর্ব সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।


পূর্ব ইতিহাস

১৮৭৪ সালে তৎকালীন ব্রিটিশ ভারতে ঢাকায় আহসান উল্লাহ স্কুল অব ইঞ্জিনিয়ারিং (বর্তমানের প্রকৌশল বিশ্ববিদ্যালয়) স্থাপিত হয়। তৎকালীন আসাম ও অবিভক্ত বাংলায় সেটিই ছিল একমাত্র কারিগরি শিক্ষা কেন্দ্র। ৪ বৎসর মেয়াদি Uper Subordinate কোর্স দিয়ে তার যাত্রা শুরু হয়। উক্ত কোর্স শেষে উত্তীর্ণ শিক্ষার্থীহণ ওভারসিয়র হিসেবে নিয়োগ পেতেন।  পরবর্তীতে উক্ত Uper Subordinate কোর্সকে তিন বৎসরে রূপান্তরের মাধ্যমে Licenciate in Engineering নামে পরিবর্তন করা হয়।
১৯৪৭ সালে দেশ বিভাগের সময় উক্ত প্রতিষ্ঠানের নাম ছিল আহসান উল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল এবং তিন বৎসর মেয়াদি ডিপ্লোমা স্তরের প্রকৌশল শিক্ষার ব্যবস্থা ছিল। পরবর্তী কালে এই প্রতিষ্ঠানের নামকরণ করা হয় আহসান উল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ এবং সে সময় ডিপ্লোমা স্তরের প্রকৌশল শিক্ষার পাশাপাশি ডিগ্রি স্তরের প্রকৌশল শিক্ষা প্রবর্তিত হয়। সে সময় ডিপ্লোমা স্তরের প্রকৌশল শিক্ষার নামকরণ ছিল Associate in Engineering
১৯৪৯ এর ফেব্রুয়ারীতে Council of Technical Education in Pakistan এর রিপোর্ট মোতাবেক ১৯৫৫ সালে করাচী ও ঢাকায় দু’টি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয়। তৎকালীন সি. এল. আই. ডিপার্টমেন্টের অধীনে আমেরিকার ফোর্ড ফাউন্ডেশন-এর অর্থানুকুল্যে স্থাপিত হয় বর্তমানের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তখন যার নাম ছিল ইস্ট পাকিস্তান পলিটেকনিক ইনস্টিটিউট (ইপিপিআই)। আমেরিকার ওকলাহামা স্টেট ইউনিভার্সিটির কারিকুলাম অনুসরনে পরিচালিত তিন বৎসর মেয়াদি চারটি টেকনোলজিতে (সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও পাওয়ার) ১২০ জন শিক্ষার্থী নিয়ে পরিচালিত ডিপ্লোমা স্তরের কোর্সটি Associate in Engineering নামে প্রত্যয়ন হতো।
তৎকালীন আহসান উল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে পরিচালিত ডিগ্রি ও ডিপ্লোমা স্তরের কোর্সে প্রকৌশল বিষয়ে বস্তুগত ব্যবধান ছিল খুব কম, কিন্তু চাকরিতে বেতন, পদমর্যাদা ও সুযোগ সুবিধাগত ব্যবধান ছিল বিরাট। ফলে সে সময়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে শুরু হয়। তাঁরা সংঘবদ্ধ হবার চেষ্টা করতে শুরু করেন। ১৯৫৮ সাল থেকে আহসান উল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি বন্ধ হয়ে যায়।
ষাটের দশকের শেষ ভাগ থেকে শুরু হয় দেশের তৎকালীন প্রতিটি শহরে একটি করে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের প্রক্রিয়া। তৎকালীন পূর্ব পাকিস্তানে মোট ১৭টি পলিটেকনিক স্থাপিত হয়।
১৯৯৪ সালে বাংলাদেশ সরকারের অধীনে ৩টি নতুন পলিটেকনিক স্থাপিত হয়।
১৯৯৫ সালে বেসরকারী উদ্যোগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৫৪টি বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয়। চাকরিগত সুযোগ সুবিধা ও উচ্চ শিক্ষার জন্য ডিপ্লোমা প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশল কোর্সের ছাত্রদের দীর্ঘ আন্দোলন অব্যাহতভাবে চলতে থাকে। ১৯৭৮ সালে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যদিয়ে অর্জিত হয় একটি সরকারি নির্দেশ। যা ৩১ শে জুলাই ১৯৭৮ এর জি.ও (Government Order) নামে পরিচিত।
উক্ত নির্দেশে প্রকৌশলীদের চাকরিতে প্রাথমিক নিযুক্তিতে সর্ব ক্ষেত্রে একই পদমর্যাদা (Uniform Designation) হিসেবে উপসহকারী প্রকৌশলী নির্ধারণ করা হয় এবং যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী উচ্চতর সহকারী প্রকৌশলী পদের এক তৃতীয়াংশে পদোন্নতির নির্দেশ জারি হয় এবং তারপর সাধারণ নিয়মে অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী উচ্চতর পদসমূহে পদোন্নতির সিদ্ধান্ত জারি হয়।
বর্তমানে এই প্রক্রিয়ায় ডিপ্লোমা প্রকৌশলীগণ নিয়োগ ও পদোন্নতি লাভ করছেন। ১৯৭৭-৭৮ সালে তীব্র ছাত্র আন্দোলনের মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলীদের উচ্চ শিক্ষার রুদ্ধদ্বার উন্মোচিত হয়। প্রতিষ্ঠিত হয় ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য পৃথক ইঞ্জিনিয়ারিং কলেজ। নভেম্বর’৯৪ এক সরকারি নির্দেশে সরকারি ও স্বায়ত্ত্ব শাসিত সংস্থায় কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীগণ প্রাথমিক নিযুক্তিতে (উপসহকারী প্রকৌশলী পদে) দ্বিতীয় শ্রেণীর গেজেটেড পদমর্যাদা লাভ করেন। ডিসেম্বর’৯৪ এ অপর সরকারী নির্দেশে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাথমিক নিযুক্তিতে বেতন ক্রম সহকারী প্রকৌশলী পদের পরের ধাপে নির্ধারণ করা হয়। এখানে উল্লেখ্য যে সহকারী প্রকৌশলী পদটি প্রথম শ্রেণীর মর্যাদা সম্পন্ন।

ভর্তি প্রক্রিয়া

এসএসসি/সমমানের পরীক্ষার(ক্ষেত্র বিশেষ এইচএসসি) পর শিক্ষার্থীদের অনলাইনে পূরণকৃত ভর্তি ফরম এবং নির্দিষ্ট ফির বিনিময়ে আবেদন করতে হবে। অতঃপর নির্দিষ্ট তারিখে পরীক্ষা দিতে হবে। উল্লেখ্য যে প্রথমে প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়, তারপর দ্বিতীয় শিফটের। সায়েন্স, কমার্স, আর্টস, মাদ্রাসা যে কেউ ভর্তির আবেদন করতে পারে।

ভর্তির যোগ্যতা

এসএসসি/সমমান পরীক্ষায় সাধারণ গণিত বা উচ্চতর গণিতে কমপক্ষে জিপিএ ৩.০০ সহ ন্যূনতম ৩.৫০ জিপিএ প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। তাছাড়া এসএসসিসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ০২(দুই) বছর মেয়াদী ট্রেড কোর্স পাস করা প্রার্থীরাও আবেদন করতে পারবে। সেক্ষেত্রে বয়সের সময়সীমা অনুর্ধ্ব ২২ বছর।

মেধা তালিকা প্রণয়নের ভিত্তি

  • এসএসসি/সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কে ১০ দ্বারা গুন করে প্রাপ্ত নম্বর এবং লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর যোগ করে মেধা তালিকা প্রণয়ন করা হয়।
  • সমান নম্বর পাওয়া প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে পর্যায়ক্রমে সাধারণ গণিত অথবা উচ্চতর গণিত/জীব বিজ্ঞান, ইংরেজী, পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান বিষয়ে বেশী পয়েন্ট পাওয়া প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হয়।

গ্রেডিং পদ্ধতি


প্রাপ্ত নম্বরলেটার গ্রেডগ্রেড পয়েন্ট (GP)
৮০% এবং তার উপরA+৪.০০
৭৫% থেকে ৮০% এর নিচেA৩.৭৫
৭০% থেকে ৭৫% এর নিচেA-৩.৫০
৬৫% থেকে ৭০% এর নিচেB+৩.২৫
৬০% থেকে ৬৫% এর নিচেB৩.০০
৫৫% থেকে ৬০% এর নিচেB-২.৭৫
৫০% থেকে ৫৫% এর নিচেC+২.৫০
৪৫% থেকে ৫০% এর নিচেC২.২৫
৪০% থেকে ৪৫% এর নিচেD২.০০
৪০% এর নিচেF০.০০

পলিটেকনিক ইনস্টিটিউটের সংখ্যা

বর্তমানে ৪৯টি সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে। এর মধ্যে পুরোনো ইনস্টিটিউটের সংখ্যা ২০টি, যেগুলো পুরোপুরি সরকারি। নতুন রাজস্বভুক্ত ইনস্টিটিউটের সংখ্যা পাঁচটি, মনোটেকনিক ইনস্টিটিউট তিনটি, প্রকল্পভুক্ত ১৮টি ও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সংখ্যা তিনটি।
বেসরকারী পলিটেকনিকের সংখ্যা ২৭৫টি

সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট

নংইনস্টিটিউটের নামস্থানজেলাস্থাপিত তারিখ
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটতেজগাঁও শিল্প এলাকাঢাকা১৯৫৫
ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটঢাকা
ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউটময়মনসিংহ
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটফরিদপুর
টাংগাইল পলিটেকনিক ইনস্টিটিউটটাংগাইল
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটনাসিরাবাদচট্টগ্রাম১৯৬২
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটকুমিল্লা কোটবাড়িকুমিল্লা১৯৬২
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটহাসপাতাল রোডফেনী২৯ শে ফেব্রুয়ারী ১৯৬৪
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটকাপ্তাই উপজেলাচট্টগ্রাম১৯৬৩
১০রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটরাজশাহী
১১বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটবগুড়া
১২পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটগাংকোলাপাবনা১৯৫৫
১৩রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটরংপুর
১৪দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটদিনাজপুর
১৫খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটখুলনা
১৬যশোর পলিটেকনিক ইনস্টিটিউটযশোর১৯৬৪
১৭কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটকুষ্টিয়া
১৮বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটআলেকান্দাবরিশাল১৯৬২
১৯পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটপটুয়াখালী সদরপটুয়াখালি১৯৮৯
২০সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটসিলেট
২১গ্রাফিক আর্টস ইনস্টিটিউটঢাকা১৯৬৭
২২ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিক[[]]
২৩বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটকুমিল্লা
২৪চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটচট্টগ্রাম
২৫ফেনী কম্পিউটার ইনস্টিটিউটফেনী
২৬কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটকুড়িগ্রাম
২৭নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটনওগাঁ
২৮ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটঠাকুরগাঁও
২৯সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটসাতক্ষীরা
৩০ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটঝিনাইদহ
৩১সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটসিরাজগঞ্জ
৩২ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটভোলা
৩৩বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটবরগুনা
৩৪নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটনরসিংদী
৩৫মাগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটমাগুড়া
৩৬খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটখুলনা
৩৭রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটরাজশাহী
৩৮চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটকালিয়াপাড়া-কচুয়া রোড়চাঁদপুর২০০৫
৩৯শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটশরীয়তপুর
৪০ব্রাহ্মনবাড়ীয়া পলিটেকনিক ইনস্টিটিউটব্রাহ্মনবাড়ীয়া
৪১হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটহবিগঞ্জ
৪২শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটশেরপুর
৪৩কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটকক্সবাজার
৪৪গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটগোপালগঞ্জ
৪৫লক্ষীপুর পলিটেকনিক ইনস্টিটিউটলক্ষীপুর
৪৬মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটমুন্সিগঞ্জ
৪৭চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটবারঘরিয়া বাজারচাঁপাইনবাবগঞ্জ২০০৬
৪৮কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটকিশোরগঞ্জ
৪৯মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটশমসের নগর রোড, মাথারকাপনমৌলভীবাজার২০১০

বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট[সম্পাদনা]

[৪] [ইংরেজী বর্ণক্রমানুসারে]

নংইনস্টিটিউটের নামস্থানজেলাস্থাপিত তারিখ
খাঁন জাহান আলী কলেজ অব সায়েন্স এন্ড টেকনোলজিখুলনা
এভিএএস পলিটেকনিক ইনস্টিটিউটসাতক্ষীরা
অ্যারো পলিটেকনিক ইনস্টিটিউট অব ঢাকাঢাকা
এগ্রিকালচারাল ডিপ্লোমা ইনস্টিটিউটনাটোর
আহসানউল্লাহ ইনস্টিটিউট অব টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিংরাজশাহী
আলফাহ্ পলিটেকনিক ইনস্টিটিউটদিনাজপুর
আলহাজ্ব মকবুল হোসেন ডিগ্রি কলেজদিনাজপুর
আলিফ সায়েন্স এন্ড টেকনিক্যাল স্কুলকিশোরগঞ্জ
আলফা ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজিঢাকা
১০এএমডিএ ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিখুলনা
১১আনোয়ার পলিটেকনিক ইনস্টিটিউটঢাকা
১২অথেন্টিক ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজিনাটোর
১৩বিএস পলিটেকনিক ইনস্টিটিউটচট্টগ্রাম
১৪বদিউল আলম সায়েন্স এন্ড পলিটেকনিক ইনস্টিটিউটব্রাহ্মনবাড়ীয়া
১৫বাঘমারা পলিটেকনিক ইনস্টিটিউটরাজশাহী
১৬বেইলি ব্রিজ প্রাইভেট এগ্রিকালচার এন্ড পলিটেকনিক ইনস্টিটিউটরংপুর
১৭বলরামপুর আইডিয়াল কলেজঠাকুরগঞ্জ
১৮বাংলাদেশ কম্পিউটার এন্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউটফরিদপুর
১৯বাংলাদেশ কম্পিউটার এন্ড ম্যানেজমেন্ট কলেজযশোর
২০বাংলাদেশ গার্মেন্টস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটঢাকা
২১বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট স্টাডিজঢাকা
২২বাংলাদেশ ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সঢাকা
২৩বাংলাদেশ ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজিঢাকা
২৪বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজিঢাকা
২৫বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটরাজশাহী
২৬বাংলাদেশ টেকনিক্যাল কলেজযশোর
২৭বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজঢাকা
২৮বরিশাল আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটবরিশাল
২৯বরিশাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিবরিশাল
৩০বরিশাল টেকনোক্র্যাটস পলিটেকনিক ইনস্টিটিউটবরিশাল
৩১বসুন্ধরা পলিটেকনিক ইনস্টিটিউটঢাকা
৩২বিসিআই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটঢাকা
৩৩বিসিএমসি কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিযশোর
৩৪বেগম ফজিলতুন্নেসা পলিটেকনিক ইনস্টিটিউটপটুয়াখালী
৩৫ভোলা সদর পলিটেকনিক ইনস্টিটিউটভোলা
৩৬বগুড়া ওএএস(Oas) এমপি পলিটেকনিক ইনস্টিটিউটবগুড়া
৩৭বলিদাপাড়া পলিটেকনিক ইনস্টিটিউটকুষ্টিয়া
৩৮ব্রহ্মপুত্র পলিটেকনিক ইনস্টিটিউটঢাকা
৩৯বিট্রিশ আমেরিকান টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউটগাজীপুর
৪০সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটকুমিল্লা
৪১সেন্টার ফর কম্পিউটার স্টাডিজঢাকা
৪২সেন্টার ফর টেকনোলজি ট্রান্সফারঢাকা
৪৩চাঁদপুর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটচাঁদপুর
৪৪চাটমোহর পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজপাবনা
৪৫চুয়াডাঙ্গা পলিটেকনিক ইনস্টিটিউটচুয়াডাঙ্গা
৪৬সিটি পলিটেকনিক এন্ড টেক্সটাইল ইনস্টিটিউটরাজশাহী
৪৭সিটি পলিটেকনিক ইনস্টিটিউটখুলনা
৪৮সিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটঢাকা
৪৯কুমিল্লা প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউটকুমিল্লা
৫০কম্পেক্ট পলিটেকনিক ইনস্টিটিউটফেনী
৫১কম্পিউটার সায়েন্স এন্ড বিজনেস স্টাডিজ ইনস্টিটিউটবগুড়া
৫২কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজবগুড়া
৫৩কক্সবাজার মডেল পলিটেকনিক ইনস্টিটিউটকক্সবাজার
৫৪সাইবারটেক পলিটেকনিক ইনস্টিটিউটজয়পুরহাট
৫৫ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটঢাকা
৫৬দেশ পলিটেকনিক কলেজঢাকা
৫৭ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটঢাকা
৫৮ঢাকা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিঢাকা
৫৯ঢাকা ইনস্টিটিউট অব টেকনোলজিঢাকা
৬০ঢাকা ইন্টারন্যাশনাল ডিপ্লোমা মেডিক্যাল কলেজনারায়ণগঞ্জ
৬১ধামরাই পলিটেকনিক ইনস্টিটিউটঢাকা
৬২ধর্মপুর পলিটেকনিক ইনস্টিটিউটগাইবান্ধা
৬৩ধনবাড়ি সায়েন্স এন্ড টেকনোলজি কলেজটাঙ্গাইল
৬৪ডিমলা কম্পিউটার সায়েন্স এন্ড পলিটেকনিক কলেজনীলফামারী
৬৫দিনাজপুর ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজিদিনাজপুর
৬৬দৃষ্টি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংঝিনাইদহ
৬৭দর্পন পলিটেকনিক ইনস্টিটিউটকুষ্টিয়া
৬৮ডাইনামিক পলিটেকনিক ইনস্টিটিউটনওগাঁ
৬৯মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউটচুয়াডাঙ্গা

২টি মন্তব্য: