শুক্রবার, ৬ মার্চ, ২০১৫

কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট

বাংলাদেশের একটি প্রাচীন ও বৃহত্তম পলিটেকনিক ইন্সটিটিউট।

ইতিহাস

এটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়।

অবস্থান

কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট কুমিল্লা কোটবাড়িতে অবস্থিত। এর উত্তরে গভঃ ল্যাবরেটরি হাই স্কুলকুমিল্লা সেনানিবাস , দক্ষিণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় , শালবন বৌদ্ধ বিহার , ময়নামতি জাদুঘরকারিগরি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় (টিটিটিসি) , পূর্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং পশ্চিমে কুমিল্লা ক্যাডেট কলেজবার্ড অবস্থিত।

ক্যাম্পাস

মূল ক্যাম্পাসে তিনতলা বিশিষ্ট দুইটি ভবন, ছয়টি বড় ওয়ার্কশপ ভবন, অফিস, লাইব্রেরী, ওয়ার্কশপ এবং ল্যবরেটরী এবং একটি ৫০০ ধারণ ক্ষমতা সম্পন্ন অডিটোরিয়াম। এছাড়া একটি স্কুল, একটি মসজিদ, দুইটি পুকুর, একটি বিশাল মাঠ এবং মূল ভবনের সামনে রয়েছে শহীদ মিনার।

টেকনোলজি সমূহ

একাডেমিক টেকনোলজি সমূহের মধ্যে রয়েছে -
  1. ইলেকট্রিক্যাল টেকনোলজি
  2. কম্পিউটার টেকনোলজি
  3. ইলেকট্রনিক্স টেকনোলজি
  4. মেকানিক্যাল টেকনোলজি
  5. সিভিল টেকনোলজি
  6. পাওয়ার টেকনোলজি

ছাত্রাবাস

ছাত্রদের জন্য দুইটি এবং ছাত্রীদের জন্য একটি আবাসিক হল রয়েছে।
  • শহিদুল্লাহ আবু ইউসুফ খান ছাত্রাবাস
  • ময়নামতি ছাত্রাবাস

তথ্যসূত্র


http://www.comillapoly.gov.bd

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন