ইতিহাস
এটি ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম বর্ষে মাত্র ১২০ জন ছাত্র-ছাত্রী এবং চারটি টেকনোলজি (সিভিল, ইলেট্রিক্যাল, মেকানিক্যাল ও পাওয়ার) নিয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স চালু হয়। অত্র প্রতিষ্ঠানে চার বছর মেয়াদী এই কোর্সে ১১টি বিভাগ চলমান রয়েছে।অবস্থান
ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত। এর উত্তরে ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, দক্ষিণে কারিগরি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় (TTTC) এবং পশ্চিমে ঢাকা-টংগী হাইওয়ে।ক্যাম্পাস
মূল ক্যাম্পাসে চারতলা বিশিষ্ট একটি ভবন, তিনটি বড় ওয়ার্কশপ ভবন, অফিস, লাইব্রেরী, ওয়ার্কশপ এবং ল্যবরেটরী এবং একটি ৫০০ ধারণ ক্ষমতা সম্পন্ন অডিটোরিয়াম। এছাড়া মূল ভবনের উত্তর পাশে রয়েছে মসজিদ সংলগ্ন শহীদ মিনার।টেকনোলজি
একাডেমিক টেকনোলজি সমূহের মধ্যে রয়েছে [১] কম্পিউটার। [২] ইলেকট্রনিক্স। [৩] ইলেকট্রিক্যাল। [৪] মেকানিক্যাল। [৫] সিভিল। [৬] আর্কিটেকচার। [৭] অটোমোবাইল। [৮] রিফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং। [৯] ফুড। [১০] কেমিক্যাল। [১১] এনভায়রনমেন্ট।ছাত্রাবাস
ছাত্রদের জন্য চারটি এবং ছাত্রীদের জন্য একটি আবাসিক হল রয়েছে।- লতিফ ছাত্রাবাস
- কাজী মোতাহার হোসেন ছাত্রাবাস
- জহির রাহয়ান ছাত্রাবাস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন